ইস্তাম্বুল-দুবাইয়ে রুশদের সম্পদ কেনার হিড়িক

bcv24 ডেস্ক    ০৮:৪৯ পিএম, ২০২২-০৩-২৯    100


ইস্তাম্বুল-দুবাইয়ে রুশদের সম্পদ কেনার হিড়িক

তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের আবাসন ব্যবসায় অর্থ ঢালছেন রাশিয়ার ধনীরা। ইউক্রেনে রুশ আগ্রাসন আর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে তাঁরা আর্থিক নিরাপত্তা খুঁজছেন। আবাসন কোম্পানিগুলোর বরাত দিয়ে এসব কথা জানিয়েছে রয়টার্স।

ইস্তাম্বুলের গোল্ডেন সাইন আবাসন কোম্পানির সহপ্রতিষ্ঠাতা গুল গুল বলেন, ‘আমরা রুশ নাগরিকদের কাছে প্রতিদিন সাত থেকে আটটি ইউনিট বিক্রি করছি। তারা নগদ অর্থে কিনছে, তুরস্কে ব্যাংক অ্যাকাউন্ট খুলছে অথবা স্বর্ণ নিয়ে আসছে।’ দুবাইয়ের মডার্ন লিভিং আবাসন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) থিয়াগো কালডাস বলেন, রুশ নাগরিকদের সেবা দিতে তিনজন রুশভাষী প্রতিনিধি নিয়োগ দিয়েছেন তিনি। তাঁদের ব্যবসা ১০ গুণ বেড়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর পর রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বৈশ্বিক ব্যাংক লেনদেনের সেবা সুইফট থেকেও দেশটিকে বাদ দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ ধনকুবেরদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ইউক্রেনে রাশিয়ার হামলার সমালোচনা করেছে তুরস্ক ও আমিরাত। তবে জাতিসংঘের বাইরে গিয়ে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করে আসছে আঙ্কারা। মস্কোর সঙ্গে দুটি দেশেরই ভালো সম্পর্ক। এখন পর্যন্ত বিমান চলাচল চালু রেখেছে। তারা সম্ভবত রুশ এবং তাদের অর্থ সরিয়ে আনার প্রস্তাব দিয়েছে বলেও রয়টার্সের প্রতিবেদনে দাবি করা হয়।

গোল্ডেন সাইনের সহপ্রতিষ্ঠাতা গুল গুল বলেন, তাঁরা সম্পদশালী রুশ, কিন্তু ধনকুবের নন। তাঁরা তুরস্কে তাঁদের অর্থ আনার পথ খুঁজছেন। এমন ক্রেতা আছেন, যিনি তিনটি থেকে পাঁচটি ফ্ল্যাট কিনছেন। ইরানি ও ইরাকিদের পেছনে ফেলে কয়েক বছর ধরে তুর্কি প্রপার্টির বড় ক্রেতা রুশরা। আবাসনমালিকেরা বলছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোয় এ চাহিদায় উল্লম্ফন দেখা গেছে।
গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া।

গত ফেব্রুয়ারির শুরুতে ইউক্রেন সীমান্তে রুশ সেনারা জড়ো হতে শুরু করেন। হামলা শুরুর আগেই রুশরা তুরস্কে ৫০৯টি বাড়ি কেনে। তুরস্কের পরিসংখ্যান দপ্তরের তথ্য অনুযায়ী, আগের বছরের চেয়ে এ সংখ্যা দ্বিগুণের কাছাকাছি। এ পরিসংখ্যান পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপের আগের। এ সংখ্যা আরও বাড়বে বলে মনে করছেন আবাসন কোম্পানির কর্মকর্তারা।

ইস্তাম্বুলে ইব্রাহিম বাবাকানের কোম্পানি মূলত তুরস্কে বিদেশি ক্রেতাদের জন্য আবাসিক ফ্ল্যাট তৈরি ও বিক্রি করে। তিনি বলেন, আগে ভূমধ্যসাগরের আন্তালিয়া অঞ্চলে রিসোর্টে বসবাসে আগ্রহ ছিল অনেক রুশ নাগরিকের। বর্তমানে নিজেদের অর্থ বিনিয়োগে তাঁরা ইস্তাম্বুলে অ্যাপার্টমেন্ট কিনছেন।

রয়টার্স এক ডজন আবাসন কোম্পানির সঙ্গে কথা বলেছে। একই সঙ্গে বাড়ি কেনা কিছু রুশ নাগরিকের সঙ্গেও যোগাযোগ করছে। তবে পরিস্থিতির স্পর্শকাতরতার কারণে তারা এ বিষয়ে কথা বলতে চায়নি।

প্রপার্টির ক্রেতাদের জন্য নাগরিকত্বের সুযোগ দিচ্ছে তুরস্ক ও আমিরাত। কোনো বিদেশি আড়াই লাখ ডলারের প্রপার্টি কিনলে এবং তা তিন বছর নিজের মালিকানায় রাখলে তুর্কি পাসপোর্ট মিলবে। আবাসনে আরও কিছুটা কম অর্থ বিনিয়োগ করে আমিরাতে তিন বছরের নাগরিকত্ব ভিসা পাওয়া যাবে। এ জন্য ২ লাখ ৫ হাজার ডলার মূল্যের (৭,৫০,০০০ দিরহাম) অ্যাপার্টমেন্ট কিনতে হবে।

এ ধরনের অ্যাপার্টমেন্ট কেনার চাহিদা বেড়েছে। এমনকি দুবাইয়ের পাম জুমেইরাহর মতো চোখধাঁধানো কৃত্রিম দ্বীপগুলোয় ৬০ লাখ দিরহামের অ্যাপার্টমেন্টও কেনা হয়েছে বলে আবাসন কর্মকর্তারা জানিয়েছেন।

মস্কো ও বার্লিনভিত্তিক রিয়েল এস্টেট ব্রোকারেজ ত্রানিও বিদেশে রুশ নাগরিকদের প্রপার্টি কেনার বিষয়টি দেখভাল করে। প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা এলেনা মিলিশেনকোভা বলেন, ‘বিনিয়োগকারীরা পুঁজির নিরাপত্তা এবং আমিরাতে সাময়িকভাবে বসবাসের জন্য নাগরিকত্ব ভিসাপ্রাপ্তি—দুটিই চাইছে।’ তিনি আরও বলেন, আগের বছরের একই সময়ের তুলনায় তাঁর কোম্পানি ২০২২ সালের প্রথম তিন মাসে দুবাইয়ে অ্যাপার্টমেন্ট কেনায় তিন গুণ ফরমাশ পেয়েছে।

এই চাহিদা আরও বেশি বলছে কিছু কোম্পানি। মডার্ন লিভিংয়ের সিইও কালডাস বলেন, ‘ইউক্রেনে আগ্রাসন শুরুর মুহূর্তে ওই অঞ্চলে আমরা একটি ক্যাম্পেইন শুরু করি। স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় ১০ গুণ মানুষ যোগাযোগ করেছে।’

আমিরাতভিত্তিক রয়্যাল হোম রিয়েল এস্টেটের ব্রোকার এলেনা টিমচেঙ্কো বলেন, যেসব রুশ নাগরিকের দুবাইতে ব্যাংক অ্যাকাউন্ট আছে, তাঁদের জন্য প্রপার্টি কেনাটা তুলনামূলক সহজ। অন্যরা বন্ধুদের দ্বারস্থ হচ্ছেন, কেউ আবার সাহায্যের জন্য যোগাযোগ করছেন। তবে অনেকের অর্থ একত্র করার চ্যালেঞ্জ বড় হয়ে দেখা দিয়েছে। তুরস্কে নতুন আসা কিছু রুশ নাগরিক ব্যাংকে অর্থ জমা ও স্থানান্তরে হিমশিম খাচ্ছেন। ব্যাংকগুলো নিষেধাজ্ঞার ঝুঁকির বিষয়ে সতর্ক। লেনদেনের ক্ষেত্রে অতিরিক্ত নিয়মকানুন অনুসরণ এবং ভিসা ও মাস্টারকার্ড থেকে বাদ দেওয়ায় জটিলতা আরও বেড়েছে।

ইস্তাম্বুলে আবাসন কোম্পানির কর্মকর্তা বাবাকান বলেন, এখন পর্যন্ত যেসব রুশ নাগরিকের সঙ্গে তাঁদের ব্যবসা হয়েছে, কোনো সমস্যা ছাড়াই তাঁরা ব্যাংকের মাধ্যমে অর্থ পরিশোধ করছেন। তবে কিছু নাগরিক ক্রিপ্টোকারেন্সি থেকে কনভার্ট করা নগদ অর্থ ব্যবহার করছেন বলে একটি কোম্পানি জানিয়েছে। নিষেধাজ্ঞার কারণে অর্থ স্থানান্তর জটিল হয়ে পড়ায় তাঁরা এ উপায় নিয়েছেন।


রিটেলেড নিউজ

রেলস্টেশন থেকে চুরি যাওয়া শিশু মিলল বিজেপি নেত্রীর বাড়িতে

রেলস্টেশন থেকে চুরি যাওয়া শিশু মিলল বিজেপি নেত্রীর বাড়িতে

bcv24 ডেস্ক

ভারতের বৃহত্তম ও সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশের মথুরা শহরের রেলস্টেশন থেকে গত সপ্তাহে চুরি হও... বিস্তারিত

কাল 'বাংলা রক ফেস্টে' টরন্টো মাতাবেন ফুয়াদসহ ৫ ব্যান্ড দল

কাল 'বাংলা রক ফেস্টে' টরন্টো মাতাবেন ফুয়াদসহ ৫ ব্যান্ড দল

bcv24 ডেস্ক

আগামীকাল শনিবার (২৭ আগস্ট) টরন্টো শহরের ১৯০ রেলসাইড রোডের টরেন্টো প্যাভিলিয়ন হলে এ বাংলা রক ফেস্ট ... বিস্তারিত

২০২২ সালে ৪ লাখ ৩০ হাজার স্থায়ী বাসিন্দা নেবে কানাডা

২০২২ সালে ৪ লাখ ৩০ হাজার স্থায়ী বাসিন্দা নেবে কানাডা

bcv24 ডেস্ক

উন্নত ও নিরাপদ জীবনযাপন, চাকরি বা পড়াশোনার জন্য বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় দেশ কানাডা। আর তাই ... বিস্তারিত

কানাডার মাটিতে  “হাওয়া”

কানাডার মাটিতে “হাওয়া”

bcv24 ডেস্ক

গেছে। বাংলাদেশের পর কানাডা যাচ্ছে ঢাকার সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘হাও... বিস্তারিত

কানাডায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধা

কানাডায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধা

bcv24 ডেস্ক

শনিবার (৬ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে কানাডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ নিহত হলেন অধুনা... বিস্তারিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডার বার্ষিক ‘বনভোজন ২০২২’ অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডার বার্ষিক ‘বনভোজন ২০২২’ অনুষ্ঠিত

bcv24 ডেস্ক

সবুজের সমারোহে সজ্জিত টরন্টোর এডামস পার্কের মনোরম পরিবেশে গত ২৪ শে জুলাই রবিবার অনুষ্ঠিত হল চট্ট... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত